হাইকোর্টের তিন বিচারপতির নাম নিয়মিত কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ ব্যাপারে খোঁজ নেওয়ার পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে জানা গেছে, তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।
এই তিন বিচারপতি হলেন সালমা মাসুদ চৌধুরী, এ কে এম জহুরুল হক ও কাজী রেজাউল হক।
আজ বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের কার্যতালিকায় দেখা যায়, এই তিন বিচারপতির নাম নেই। এরপরই এর কারণ জানার জন্য গণমাধ্যমের কর্মীরা রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে যোগাযোগ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রাতিষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো নোটিশ জারি করা হয়নি।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয় বিষয়টি নিশ্চিত করে দৈনিক সচেতন বার্তার আদালত প্রতিনিধি কে জানিয়েছে, তিন বিচারপতিকে আপাতত বিচারকাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে কিছু বিষয়ে তদন্ত চলছে।