fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকচীনের কারখানায় আগুনে ৩৮ জনের মৃত্যু

চীনের কারখানায় আগুনে ৩৮ জনের মৃত্যু

চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৮ জন মারা গেছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন ২ জন। স্থানীয় সময় সোমবার ২১ নভেম্বর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডয়চে ভেলে জানায়, সোমবার বিকেল ৪টা ২২ মিনিটের দিকে আয়াং শহরের হেনান প্রদেশে একটি কারখানায় আগুন লাগে।

কর্তৃপক্ষে জানিয়েছে, এটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে, তা নিশ্চিত নয়। ২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭৮ জনের মৃত্যু হয়।

সোমবার বিকেল ৪টা ২২ মিনিটে আনিয়াং শহরের কাইজিন্দা ট্রেডিং কোম্পানী লিমিটেড নামের একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় দমকল বিভাগের উদ্ধারকারী দল।

জরুরি ব্যবস্থাপনা ও উদ্ধারকাজ পরিচালনার জন্য একই সময়ে ঘটনাস্থলে পৌঁছায় জননিরাপত্তা, ইমারজেন্সি রেসপন্স, শহর কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ সরবরাহ বিভাগের বিভিন্ন ইউনিট। স্থানীয় সময় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments