খুলনা নগরীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের একটি এলাকা থেকে সোমবার সকাল দশটার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (২০)। তিনি শিশুটির খালাতো ভাই। শরিফুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান শরিফুল। শিশুটি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। আজ সকালে শিশুটির মা বাদী হয়ে শরিফুলকে প্রধান আসামি করে নগরের সোনাডাঙ্গা থানায় একটি মামলা করেছেন।