fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকমাঠে নেমেই রেকর্ড গড়লেন মেসি

মাঠে নেমেই রেকর্ড গড়লেন মেসি

সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেই রেকর্ড গড়লেন লিওনেল মেসি। চতুর্থ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপে খেলার কীর্তি গড়লেন তিনি।

এর আগে মেক্সিকোর কিংবদন্তি গোলকিপার আন্তোনিও কারবাহাল ও সাবেক ডিফেন্ডার রাফায়েল মার্কেজ এবং জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা ডিফেন্সিভ মিডফিল্ডার লোথার ম্যাথাউস এমন রেকর্ড করেছিলেন।

আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় লুসাইলে শুরু হয় এই খেলা। খেলার ১০ মিনিটের মাথায় লিয়ান্দ্রো পারেদেসকে বক্সে ফাউল করেন সৌদি ডিফেন্ডার। ভিএআরের সিদ্ধান্তে পেনাল্টি দেন রেফারি। স্পট থেকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি লিওনেল মেসি।

এমন সুযোগ ২০১৮ বিশ্বকাপের প্রথম ম্যাচেও এসেছিল লিওনেল মেসি। কিন্তু সেই পেনাল্টির সুযোগটা নষ্ট করেছিলেন তিনি। তবে ২০২২ কাতার বিশ্বকাপে পেরেছেন। তবে গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে করলেন গোল। ফলে গোল দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু হলো এই তারকার।এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ চারটি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন মেসি।২০১৮ বিশ্বকাপের প্রথম ম্যাচেও পেনাল্টির এসেছিল লিওনেল মেসি। কিন্তু সেই সুযোগ নষ্ট করেছিলেন তিনি। তবে ২০২২ কাতার বিশ্বকাপে পেরেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments