fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশকুমিল্লাস্ট্রোকে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

স্ট্রোকে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

বিশ্বকাপ ফুটবলে মঙ্গলবার ২২ নভেম্বর বিকেলে সৌদি আরব ও আর্জেন্টিনা দলের মধ্যকার খেলা দেখার সময় হঠাৎ অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে আর্জেন্টিনা সমর্থক কাকন মিয়া খেলার শেষের দিকে অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, খেলা দেখতে গিয়ে উত্তেজনা থেকে স্ট্রোক হয় তার।

কাকন মিয়ার চাচাতো ভাই নেসার উদ্দিন বলেন, কাকন মিয়া শিকারপুর গ্রামে নিজ বাড়িতে খেলার শেষ দিকে স্ট্রোক করেন। তিনি খেলা নিয়ে সিরিয়াস না হলেও আর্জেন্টিনা দলের সমর্থক ছিলেন।

বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, মৃত্যুর বিষয় তিনি এখনও শোনেননি। খোঁজ নিচ্ছেন। পরে জানাতে পারবেন।

কাতার বিশ্বকাপে গ্রুপ সির ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে ফিফা ব়্যাংকিংয়ে ৫১ নম্বরে থাকা সৌদি আরব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments