fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজনীতিরাজশাহীতে বিএনপির গণসমাবেশ

রাজশাহীতে বিএনপির গণসমাবেশ

রাজশাহী নগরীতে আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের পরিপ্রেক্ষিতে গত কয়েক দিনে জেলা বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরই মধ্যে নেতাকর্মীদের ধরপাকড় শুরু হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

রাজশাহী জেলা বিএনপির নেতাকর্মীদের দাবি, গণসমাবেশকে টার্গেট করে প্রশাসনের মাধ্যমে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এরপর বিএনপির নেতাকর্মীদের হয়রানি করতে মামলা করা হচ্ছে এবং গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।গতকাল সাবেক সংসদ সদস্য এবং রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা

আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, গণসমাবেশ সামনে রেখে বিএনপির নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালাচ্ছেন। তাঁদের পাল্টা জবাব দিতে সমাবেশ করছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, গত রবিবার রাতে দুর্গাপুর বাজারে চারটি ককটেল ও লাঠিসোঁটা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উপজেলা ও পৌর বিএনপির ১৬ নেতার নাম উল্লেখসহত অজ্ঞাতপরিচয় ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ দাবি করেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ। এরই অংশ হিসেবে নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments