fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবাংলাদেশবিমানবন্দর সড়কে চলাচলে বিশেষ নির্দেশনা

বিমানবন্দর সড়কে চলাচলে বিশেষ নির্দেশনা

রাজধানীর বিমানবন্দর সড়কে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সড়ক উন্নয়ন কাজ চলমান। সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে বিআরটি।

সম্প্রতি বিআরটির প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রোববার (২৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়ন কাজ চলমান থাকবে। এ জন্য যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ জন্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত ওই করিডোরে চলাচলরত জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সবার সহযোগিতা ও সহানুভূতি কামনা করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments