মালয়েশিয়ার জ্যেষ্ঠ বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম দেশটির নতুন প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন। বেশ কয়েক দিনের নির্বাচন-পরবর্তী অচলাবস্থার পর তিনি প্রধানমন্ত্রী হলেন। রাজা সুলতান আবদুল্লাহ সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে নতুন নেতা নিযুক্ত করেন।
স্থানীয় সময় বিকেল ৫টায় আনোয়ার শপথ নেবেন। এর মাধ্যমে তার দেশের নেতা হওয়ার দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হলো।
এদিকে আনোয়ারের পাকাতান হারাপান দল শনিবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতেছে। তার পরও সরকার গঠনের জন্য তাঁর নিজের পর্যাপ্ত আসন নেই। তিনি কোন দলের সাথে জোট করবেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনের পর মালয়েশিয়ায় প্রথমবারের মতো একটি ঝুলন্ত সংসদ গঠিত হয়েছিল। কোনো দল বা জোটই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি।