fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকঅভিনেতা কমল হাসান ভর্তি হাসপাতালে

অভিনেতা কমল হাসান ভর্তি হাসপাতালে

জ্বরের উপসর্গ নিয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন গুণী অভিনেতা কমল হাসান। এক প্রতিবেদন অনুযায়ী, ৬৮ বছর বয়সী অভিনেতা শ্রী রামচন্দ্র মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়েছেন।

প্রতিবেদন অনুসারে- কমল হাসান হালকা জ্বরে ভুগছেন এবং তাকে অবিলম্বে হাসপাতালে নেওয়া হয়েছে।  চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর চিকিৎসা করছেন।তবে কয়েকটি প্রতিবেদনে এটাও বলা হচ্ছে যে অভিনেতা এখন ভালো আছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ২৪ নভেম্বর তাঁকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। চিকিৎসকরা তাঁকে আগামী দু-এক দিন সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। যদিও অভিনেতার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার বিষয়ে নির্ভরযোগ্য তথ্য এখনো পাওয়া যায়নি।

এর আগে কমল হাসান হায়দরাবাদে এসেছিলেন তাঁর পরামর্শদাতা এবং কিংবদন্তি পরিচালক কে. বিশ্বনাথের সঙ্গে দেখা করতে। তাদের দুজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।  এরপর বাড়ি ফিরেই শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন অভিনেতা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments