fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅন্যান্যবিএনপির ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাশকতা, ভাঙচুর ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর অপরাধে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিএনপির ১০৯ নেতাকর্মীর নামে ও অজ্ঞাত নামা আরও অনেকের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ওই রাতেই মামলার ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়ন নামের এক বিএনপি কর্মী নিহতের ঘটনায় ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে গতকাল রাতে উপজেলার কলাকোপায় হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও ভাঙচুর চালায়। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, নাশকতা, ভাঙচুর ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর অপরাধে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। নাশকতা আইনে মামলা দিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

গ্রেপ্তাররা হলেন, এমএ রশিদ, আনোয়ার হোসেন, আশরাফ আলী ভুলু, আছলাম, রিপন, সিদ্দিক মেম্বার ও দ্বীপক ভূইয়া। এদের মধ্যে উপজেলার বান্দুরা ইউনিয়ন পরিষদের নির্বাচিত ২ জন সদস্য ও বাহ্রা ইউনিয়ন পরিষদের ১ জন সদস্য রয়েছেন। নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments