ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সালাউদ্দিন, মো. আব্দুল আলিম ও ৩. মো. ফয়সাল করিম।
বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ, ইকুরিয়া ও তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও আনুমানিক ৯৭ লাখ টাকা মূল্যের ৯৭০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, তিনটি মোবাইল ও নগদ ৪৬০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।