fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅপরাধগোবিন্দগঞ্জে গলাকেটে হত্যা ব্যবসায়ীকে

গোবিন্দগঞ্জে গলাকেটে হত্যা ব্যবসায়ীকে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাসুদ রহমান নামে এক ব্যবসায়ীকে গলাকেটে করে হত্যা করেছে অজ্ঞাত দূবৃর্ত্তরা। সোমবার রাতে উপজেলার কোচাশহর ইউনিয়নের নয়ারহাট নামক শীতবস্ত্রের বাজারে এ ঘটনাটি ঘটেছে। ব্যবসায়ী মাসুদ রহমান ওই ইউনিয়নের কানাইপাড়া গ্রামের আবু রায়হান খট্টুর ছেলে।

সোমবার রাত পৌঁনে আটটার দিকে শীতবস্ত্রের ব্যবসায়ী মাসুদ রহমান বাজার মসজিদের কাছে গেলে অন্ধকারে ওৎপেতে থাকা অজ্ঞাত দূর্বৃত্তরা তার গলায় ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার দিয়ে রক্তাক্ত অবস্থায় দৌঁড়ে এসে রাস্তায় লুটিয়ে পড়েন। বাজারের লোকজন তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছার আগেই রাত সাড়ে ৯টার দিকে রাস্তার মধ্যেই তার মৃত্যু হয়।

কোচাশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নিহতের স্বজন মোশাররফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি মসজিদের সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments