গাজীপুরের একটি টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লেগেছে। গতকাল সোমবার দিনগত রাত ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকার শামীম টেক্সটাইল মিলে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। আজ মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল জানান, সোমবার দিনগত রাত ১২টার দিকে ভবানীপুর এলাকার সাফারি পার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।আজ সকাল সাতটা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।