সিরিয়ার দারা প্রদেশে অক্টোবরের মাঝামাঝি সময়ে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির একটি অভিযানে ইসলামিক স্টেটের প্রধান আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরাইশি নিহত হয়েছেন বলে দাবি করেছিল মার্কিন সামরিক বাহিনী। বুধবার এক বিবৃতিতে আইএস বিষয়টি নিশ্চিত করে এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠনটির নতুন নেতার নাম ঘোষণা করেছে ।
বুধবার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি অডিও বার্তায় আইএসের মুখপাত্র বলেছেন, ঈশ্বরের শত্রুদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয়েছে হাশিমির।
আইএসের মুখপাত্র নতুন নেতার নাম ঘোষণা করে বলেন, আবু আল-হুসাইন আল-হুসেইনি আল-কুরাইশিকে তাদের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। মুখপাত্র সমস্ত দেশে ইসলামিক স্টেট সদস্যদের নতুন নেতার প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।অডিওতে নতুন আইএস নেতা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মুখপাত্র বলেন, নতুন নেতা ইসলামী রাষ্ট্রের অনুগত পুত্রদের একজন।
গত ফেব্রুয়ারি মাসে সিরিয়ার ইদলিব শহরে মার্কিন বাহিনীর এক অভিযানে মৃত্যু হয় তৎকালীন আইএস প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরেশি এবং আইএস মুখপাত্র আবু হামজা আল-কুরেশির। তারপরই মার্চ মাসে আবু আল-হাসান আল-হাশিমি আল-কুরেশিকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে সংগঠনটি।
২০১৯ সালে সিরিয়ার ইদলিব শহরে মার্কিন ‘ডেল্টা ফোর্স’-এর গোপন অভিযানে নিহত হন আইএসের প্রথম সুপ্রিম লিডার আবু বকর আল বাগদাদির। তারপর থেকেই দলের ভার সামলাচ্ছিলেন ৪৫ বছর বয়সি শিক্ষাবিদ আবু ইব্রাহিম। এক সময় ইব্রাহিমের সময়ই তার সঙ্গে সম্পর্ক মদবুত হয় হাশিমির। চলতি বছরের মে মাসে তুরস্কের ইস্তানবুলে হাশিমি গ্রেপ্তার হয়েছিল বলে খবর পাওয়া যায়। যদিও তা স্বীকার করেনি তুরস্ক।