fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকডি মারিয়ার ইনজুরি গুরুতর নয়

ডি মারিয়ার ইনজুরি গুরুতর নয়

লিওনেল মেসির পর আর্জেন্টিনার বর্তমান দলের সবচেয়ে বড় তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। ইনজুরি শঙ্কা নিয়েই কাতার বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছিলেন তিনি। তিনটি বিশ্বকাপ খেলা ডি মারিয়া কাতার বিশ্বকাপেও ভালো খেলছিলেন। তবে শেষ ষোলো ম্যাচের আগেই তাকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা শিবির।

বুধবার পোল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পোল্যান্ডকে উড়িয়েই শেষ ষোলো নিশ্চিত করে মেসিদের দল। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নেয়া হয়েছিল ডি মারিয়াকে। প্রথমার্ধে ভালো সুযোগ তৈরি করা মারিয়াকে হঠাৎ উঠিয়ে নেয়ায় খটকা ছিল কিছুটা। চোটের শঙ্কা নয় তো! ম্যাচ শেষে কোচ লিওনেল স্ক্যালোনি সেই শঙ্কাটাই সত্যি করলেন যেন। জানালেন, বাঁ ঊরুর পেশিতে অস্বস্তি অনুভব করছিলেন।

ম্যাচের ৫৯ মিনিটে ডি মারিয়াকে উঠিয়ে নেয়া প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ জানান, তাকে নিয়ে উদ্বেগ ছিল তাদের। তিনি বলেন, সে ঊরুর পেশিতে ব্যথা অনুভব করছিল তাই আমরা তাকে তুলে আনি। সবাই জানে সে গুরুত্বপূর্ণ। এমন একজনের খেলা চালিয়ে যাওয়া ঠিক নয়, যার আঘাত পাওয়ার শঙ্কা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডি মারিয়ার চোট গুরুতর নয়। তবে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় আছে টিম ম্যানেজম্যান্ট। যদিও ডি মারিয়াকে শুরুর একাদশে পেতে শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবে কোচিং স্টাফ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments