fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখেলাধুলাজাবিতে খেলোয়াড়দের স্বর্ণপদক চালু

জাবিতে খেলোয়াড়দের স্বর্ণপদক চালু

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদানের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে  ‘অধ্যাপক ড. হাফিজা খাতুন স্বর্ণপদক’ চালু করা হয়েছে।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিক্ষার্থীদেরকে স্বর্ণপদক প্রদানের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের কাছে অধ্যাপক হাফিজা খাতুন ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন।’

হাফিজা খাতুনের কাছ থেকে চেক গ্রহণকালে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, ‘এই স্বর্ণপদক চালু হওয়াতে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদরা অনুপ্রেরণা ও উৎসাহ পাবেন। তারা ক্রীড়া নৈপুণ্যে আরও মনোযোগী হবেন।’ তিনি স্বর্ণপদক চালু করতে এগিয়ে আসায় উপাচার্য ড. হাফিজা খাতুনকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় হাফিজা খাতুন বলেন, ‘খেলাধুলায় স্বর্ণপদক চালু করতে বিশ্ববিদ্যালয়ের সম্মতিতে তিনি আনন্দিত। তিনি বিশ্বাস করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাকে তৈরি করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বিকশিত হয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে তিনি হৃদয়ে ধারণ করেন। বিভিন্ন ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ের অংশীজন হওয়াকে তিনি সৌভাগ্য ও দায়িত্ব মনে করেন।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments