বিশ্বকাপ শুরুর পর থেকেই ফুটবল উন্মাদনায় মেতে আছে পুরো বাংলাদেশ। এ দেশের সমর্থকদের ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে উন্মাদনা ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বে। সমর্থকদের উল্লাসের ভিডিও ছড়িয়ে পড়ে বিশ্ব মিডিয়ায়। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছে সামাজিক মাধ্যমে।
ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা- ফিফাও শেয়ার করেছেন বাংলাদেশ উদযাপন করা একটি ভিডিও।
এবার বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানালেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আগামীকাল শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উঠে আসে বাংলাদেশের নাম। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশ নিয়ে প্রশ্ন করলে স্কালোনি বলেন,’ডিয়েগো ম্যারাডোনার অসংখ্য সমর্থক রয়েছে। এখন মেসিরও আছে। তাদের মাধ্যমে আর্জেন্টিনাকে ভালোবাসে অনেক দেশ, বাংলাদেশ এর মধ্যে অন্যতম। এটা আসলেই দারুণ এক অনুভূতি। আমাদের ফুটবল বিশ্বের নানা প্রান্তের মানুষ ভালবাসে। বাংলাদেশকে ধন্যবাদ। ‘
গ্রুপ পর্বের তিন ম্যাচেই সমর্থকদের সমর্থন পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্কালোনি,’সমর্থকদের কাছে আমরা কৃতজ্ঞ। গত তিন ম্যাচে স্টেডিয়ামে ৮০-৯০ শতাংশ দর্শকদের সমর্থন আমরা পেয়েছি। আশা করি আগামীকালের ম্যাচেও তাই হবে। ‘