fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখেলাধুলামেসি জাদুতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসি জাদুতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

নক-আউট পর্বের  ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেল শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধেই মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের লিড নেয় আর্জেন্টিনা।

৭৭ মিনিটে ১ গোল শোধ করে অস্ট্রেলিয়া।

বক্সের বাইরে থেকে জোরালো শট মারেন গুডউইন। বক্সের মধ্যে এনজো মার্তিনেসের মাথায় লেগে বলের দিক বদলে যায়। কিছু করার ছিল না গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের। আত্মঘাতী গোল দেওয়া হয় মার্তিনেসের নামে। খেলার পরবর্তী ১৩ মিনিটে কোনো দল গোল করতে সমর্থ হয়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments