fbpx
বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
বাড়িসিলেটহবিগঞ্জআগুনে ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু

আগুনে ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু

হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেছেন রুবেল আহমদ নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবল। মঙ্গলবার ভোরে হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ট্রাফিক পুলিশ কনস্টেবল রুবেল আহমদ জেলা ট্রাফিক পুলিশ অফিসে কর্মরত ছিলেন। তার কনস্টেবল নং ৫৭৯। রুবেল আহমদ সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অপর একজন জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গভীর রাত পর্যন্ত বিশ্বকাপ ফুটবল খেলা দেখে তিনি ঘুমিয়েছিলেন।

স্থানীয়রা জানান, রুবেল মিয়াসহ কয়েকজন শহরের ২নং পুল এলাকায় সিরাজ উদ্দিন খান নামের এক ব্যক্তির একটি বাসা ভাড়া নিয়ে মেস করে থাকতেন। ভোরে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তালাবদ্ধ ঘর থেকে আগুনে ঝলসে যাওয়া ট্রাফিক পুলিশ কনস্টেবল রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments