fbpx
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
বাড়িবাংলাদেশঅপরাধআর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তি

আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তি

রাজধানীর পল্টনে পুলিশের সঙ্গে গতকাল বুধবার বিএনপির সংঘ’র্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শ’টগান হাতে এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই তাকে নিয়ে আলোচনার শুরু। তিনি কি কোনো পুলিশ কর্মকর্তা নাকি বহিরাগত কেউ, সেই প্রশ্নেরও সৃষ্টি হয়।

তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। তাকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সংবাদকর্মীদের বলেন, ওই ব্যক্তিকে এখনো চিহ্নিত করা যায়নি। তার খোঁজ করা হচ্ছে। ওই ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিনা জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।

প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে ঢাকা বিভাগীয় সমাবেশ করতে চায় বিএনপি। তবে মহানগর পুলিশের পক্ষ থেকে দলটিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়। পরে বিকল্প হিসেবে টঙ্গী ইজতেমা মাঠ বা পূর্বাচলে বিএনপিকে সমাবেশ করতে বলা হয়। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া ঢাকার ভেতরে সমাবেশের বিকল্প ভেন্যু পেলে বিএনপি বিবেচনা করবে বলে এরই মধ্যে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments