রংপুরে ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম হাসান নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার ৯ ডিসেম্বর সকালে নগরীর হারাগাছ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাকিবুল ইসলাম হাসান রংপুর সিটি করপোরেশনের সৎবাজার চাদকুঠি গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। তিনি সাহেবগঞ্জ কারিগরি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল চালিয়ে রংপুর বাড়ি ফিরছিলেন রাকিবুল। এসময় হারাগাছ-রংপুর সড়কের বাহারকাছনা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তার মোটরসাইকেলটি। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।