বিশাল জনতার সামনে গতকাল বৃহস্পতিবার নারীসহ ২৭ জনকে বেত্রাঘাত করেছে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ।
এর একদিন আগে তালেবান প্রথমবারের মতো প্রকাশ্যে খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে।
দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছেন, গতকাল আফগানিস্তানের পারওয়ান প্রদেশের রাজধানী চারিকরে ২৭ ‘অপরাধীকে’ বেত্রাঘাত করা হয়েছে। এদের মধ্যে মধ্যে নয়জন নারী।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রত্যেকে আদালতের সামনে তাদের অপরাধ স্বীকার করেছেন। অপরাধ স্বীকার করার জন্য কাউকে কোনো বলপ্রয়োগ করা হয়নি। শাস্তির বিষয়ে আসামিদের কোনো আপত্তি ছিল না।
প্রকাশ্যে এমন শাস্তি কার্যকর করা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তালেবান কর্তৃপক্ষের ব্যাপক সমালোচনা হচ্ছে। এর প্রতিক্রিয়ায় তালেবানের প্রধান মুখপাত্র এই সমালোচনাকে ইসলামের প্রতি শ্রদ্ধার অভাব বলে অভিহিত করেছেন।