fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবাংলাদেশঅপরাধউখিয়া ক্যাম্পে দু’পক্ষের গুলিতে

উখিয়া ক্যাম্পে দু’পক্ষের গুলিতে

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী এবং পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী ক‍্যাম্প ৮ ইস্ট, ব্লক বি-৬৩ এবং ব্লক বি-৪৯ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ব্লক বি-২৪ এলাকার মোহাম্মদ নূর প্রকাশ ইউনুছের ছেলে সলিম উল্লাহ (৩৩) ও নিহত অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ওই এলাকায় একজন রোহিঙ্গা হেড মাঝিকে সন্ত্রাসীরা মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তখন তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে।

এ সময় দুই রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments