টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিক দলটি ১৬.৫ ওভারে সাকুল্যে সংগ্রহ করেছিল ৫১ রান। ৫২ রানের লক্ষ্য সালমারা বিনা উইকেটে ছুঁয়ে ফেলেছে ৬.৩ ওভারেই!
নেদারল্যান্ড নারী ক্রিকেট দলকে ১০ উইকেটের ব্যবধানে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে ৮১ বল বাকি থাকতেই জয় পায় তারা।
ডাচ নারী দলের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৯ রান। যা এসেছে ওপেনার স্টেয়ার ক্যালিসের ব্যাট থেকে। এছাড়া দলের আর কেউই ব্যক্তিগত ৭ রানের কোঠাও স্পর্শ করতে পারেননি। তাতে সবকটি উইকেটের বিনিময়ে স্বাগতিক দলটির সংগ্রহ দাঁড়ায় ৫১ রান।
বাংলাদেশের হয়ে বল হাতে শায়লা শারমিন, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন ২টি করে এবং সালমা খাতুন ও জাহানারা আলম নিয়েছেন একটি করে উইকেট।
জয়ের জন্য ৫২ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে সানজিদা ইসলামে ২৭ বলের ২৪ ও আয়েশা রহমান শুকতারার ১৩ বলে ১৮ রানে ভর করে বিনা উইকেটে ৫৩ রান সংগ্রহ করে জয়ের বন্দরে নোঙর ফেলে সালমা ও তার দল।