ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তার করা হল মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী রাজা পাটেরিয়াকে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার রাতে মধ্যপ্রদেশের দামোতে নিজের বাড়ি থেকে পাটেরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবারই এই কংগ্রেস নেতার বিরুদ্ধে রাজ্যের পান্না জেলার পাওই থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।
সম্প্রতি পাটেরিয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একটি জনসভায় ভাষণ দিচ্ছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজা পাটেরিয়া। তাকে বলতে শোনা যায়, দেশের গণতন্ত্রকে ধ্বংস করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতি, ধর্ম, ভাষা-সমস্ত কিছুর ভিত্তিতে ভেদাভেদ করছেন তিনি।
এরপরেই বিতর্কিত মন্তব্য করে বসেন রাজা। তিনি বলেন দলিত, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবন বিপন্ন। তাই সংবিধানকে বাঁচাতে গেলে মোদিকে হত্যা করতে হবে। তার এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় উঠে।
অবশ্য ভিডিওটি প্রকাশ্যে আসতে অবশ্য সাফাই দেন ওই কংগ্রেস নেতা। তিনি বলেন, হত্যা শব্দটি ব্যবহার করে আমি আসলে বলতে চেয়েছি, পরাজিত করতে হবে মোদিকে।
তিনি বলেন, আমি নিজে মহাত্মা গান্ধীর আদর্শ মেনে চলি, তাই হিংসাত্মক মনোভাবের কথা মনেও করতে পারি না। নির্বাচনে প্রধানমন্ত্রীকে হারিয়ে সংখ্যালঘুদের রক্ষা করতে হবে। তবে তাতে খুব একটা লাভ হয়নি। বিজেপি নেতাদের রোষের মুখে পড়তে হয়েছে মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজা পাটেরিয়াকে। দায়ের করা হয় মামলা।