fbpx
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
বাড়িরাজনীতিগণমিছিলের তারিখ পেছালো বিএনপি

গণমিছিলের তারিখ পেছালো বিএনপি

সরকার পতনের যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিলের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় দলটির আহ্বানে সাড়া দিয়ে গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

মঙ্গলবার ১৩ ডিসেম্বর রাত পৌনে দশটায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সদস্য সেলিমা রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সেলিমা রহমান বলেন, গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আজকেই তারিখ নির্ধারণ হওয়ার কথা। তবে ঠিক কবে তা জানি না। ২৪ ডিসেম্বরের পরে একদিন হওয়ার কথা।

কর্মসূচির তারিখ পেছানোর কারণ সম্পর্কে তিনি বলেন, ওইদিন আওয়ামী লীগের কাউন্সিল-জাতীয় সম্মেলন। সে কারণেই বিএনপির গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে অনাকাঙ্ক্ষিত সংঘাত ও শঙ্কা এড়াতে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিন বিএনপিকে গণমিছিল না করার অনুরোধ জানানো হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ অনুরোধ জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments