সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নেভী খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় হাটিকুমরুল-বগুড়া মহাড়কের সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু নেভী খাতুন সলঙ্গার দওকুশা বুড়ির বাড়ী গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল এসএস পরিবহনের একটি বাস। পরিবারের লোকজনের সাথে নেভী খাতুন রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদরুল কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় রাখা হয়েছে। তবে গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।