fbpx
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বাড়িসারাদেশঢাকাবিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২য়

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২য়

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বাতাসের মান ‘প্রচণ্ড অস্বাস্থ্যকর’ নিয়ে ঢাকার অবস্থান দ্বিতীয়। শনিবার বেলা ১১টা ৩৯ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ২৮৩। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

পাকিস্তানের লাহোর ও করাচি ২৯৪ ও ২৫৯ একিউআই স্কোর নিয়ে যথাক্রমে তালিকার প্রথম ও তৃতীয় স্থান দখল করেছে।

১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। অন্যদিকে ৩০১ থেকে ৪০০ এর এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে, একিউআই পাঁচটি মানদণ্ডের ওপর ভিত্তি করে দূষণকারী – পার্টিকুলেট ম্যাটার- পিএম১০ ও পিএম২.৫, এনও২, সিও,এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। এর বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments