শনিবার দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৩৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদের আটক করে।
থানা গুলোর সূত্রে জানা যায়, মহানগরীর বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালি থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ৩ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ৫ জন, কর্ণহার থানা ৪ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী আছে। মাদকদ্রব্যসহ ৯ জনকে এবং অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ মোঃ রকি(৩০) কে ০৪ গ্রাম হেরোইন সহ আটক ও মোঃ সুজন(৩০) কে ১২০ গ্রাম গাঁজা সহ আটক করে। মতিহার থানা পুলিশ মঞ্জুর হোসেন(৩০) ও মামুন হোসেন(৩৮) দ্বয়কে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৮.৫০ গ্রাম হেরোইন সহ আটক করে।
কাটাখালি থানা পুলিশ মোঃ গফুর ফকির(৮০) কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মোঃ রাসেল(২৭) কে ১০ গ্রাম হেরোইন সহ , মোঃ শাহিন(২৫) কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক এবং মোঃ বাচ্চু(৫০) কে ০৬ গ্রাম হেরোইন সহ আটক করে।
ডিবি পুলিশ মোঃ রবিউল ইসলাম @ রবি(৩৭) কে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে থানা গুলোর সূত্র নিশ্চিত করেছে।