ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য আব্দুস সালাম হল বন্ধ করার ঘোষণা দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষ।
রবিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে হল বন্ধ করে ১ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন।
উল্লেখ্য, কথা কাটাকাটির জেরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হলের প্রায় ১৫ টি রুমের মত ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদের নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শনিবার (৩১ আগস্ট) রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলের ভেতর দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় সংঘর্ষে জড়ানো দুটি গ্রুপ সভাপতি ও সাধারণ সম্পাদকের।
এর জের ধরে রবিবার (১ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে বিবাদমান দুই গ্রুপ। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে শিক্ষক সহ ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।