fbpx
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বাড়িখেলাধুলাক্রিকেটতামিমকে বাদ দেওয়ায় চটলেন সাবেক তারকা স্পিনার অনিল কুম্বলে

তামিমকে বাদ দেওয়ায় চটলেন সাবেক তারকা স্পিনার অনিল কুম্বলে

বিশ্বকাপের দল ঘোষণার সময় ফিটনেস ইস্যুতে বাদ দেওয়া হয় জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে। তার পরিবর্তে বিশ্বকাপে দলের হয়ে ওপেন করছেন তানজিদ হাসান তামিম।

তামিমকে বিশ্বকাপের দলে না নেওয়ার সিদ্ধান্তটা মেনে নিতে পারছেন না সাবেক ভারতীয় তারকা স্পিনার অনিল কুম্বলে। দলের ক্রিকেটারদের নিয়ে এমন পরীক্ষা নিরীক্ষার বিষয়টি বাংলাদেশকে ভোগাবে বলেও মন্তব্য করেন তিনি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান কুম্বলে।

তিনি বলেন, ‘বিশ্বকাপে আপনি যখন খেলেন, বেশির ভাগ ক্ষেত্রে আপনাকে স্থিতিশীল অবস্থার মধ্যে থাকা উচিত। সেটা বিশ্বকাপের আগেই হয়ে যাওয়া উচিত। কিন্তু আপনি যদি বিশ্বকাপে এসে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন, তবে সেটা অনেক মুশকিলের ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘তানজিদ বিশ্বকাপে দুই ম্যাচে ওপেন করেছে। অথচ তামিম ইকবাল অনেক অভিজ্ঞ ওপেনার। তাকে না নিয়েই চলে এসেছে তারা। তাকে বলা হলো, খেলতে হলে মিডল অর্ডারে খেলতে হবে। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ ওপেনিংয়ে এসে সেঞ্চুরি করল। এরপর আগের ম্যাচ তাকে দেখলাম ৫ নম্বরে খেলতে। বুঝতেছি না দলটায় কি হচ্ছে! ওরা এখনো পরীক্ষা-নিরীক্ষা করছে। আপনি যদি বিশ্বকাপেই এত পরীক্ষা-নিরীক্ষা করেন, তবে সমস্যায় পড়তে হবে।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments