মঙ্গলবার ব্যারিস্টার মইনুল হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তার জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম মস্তফা খান, মোসলেহ উদ্দিন জসিম।
শুনানিতে তারা বলেন, আপিল বিভাগ আদেশ প্রাপ্তির দুই সপ্তাহের মধ্যে ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যেই আত্মসমর্পণ করেছেন। তারা ব্যারিস্টার মইনুলের জামিন প্রার্থনা করেন।
গত বছরের ১৬ অক্টোবরের টকশোতে এক প্রশ্নের জবাবে সাংবাদিক মাসুদা ভাট্টি সম্বন্ধে কটূক্তির ঘটনায় সারাদেশে ব্যারিস্টার মইনুলের নামে একের পর এক মামলা দায়ের হতে থাকে। সারাদেশে তার নামে ২২টি মামলা দায়ের হয়।
তারই ধারাবাহিকতায় ২১ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মাসুদা ভাট্টি। ২২ অক্টোবর আ স ম আব্দুর রবের উত্তরার বাসা থেকে মইনুলকে গ্রেপ্তার করে পুলিশ।