রাজশাহী মহানগরীর মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৭১ জনকে আটক করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার অভিযানে ১৬ জন, রাজপাড়া থানা ১০ জন, চন্দ্রিমা থানা ৫ জন, মতিহার থানা ৯ জন, কাটাখালি থানা ১ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ২ জন, এয়ারপোর্ট থানা ৩ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১৬ জন, কর্ণহার থানা ২ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জন, মোট ৭১ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২১ জনকে মাদকদ্রব্যসহ ও ৩৫ জনকে অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানা মোঃ হাসিবুর রহমান @ হাসু (২২) কে ০৩ গ্রাম হেরোইন সহ, মোঃ আলমগীর হোসেন (২৮) কে ৩ গ্রাম হেরোইন সহ আটক করে, মোঃ সবুজ (২১) ও মোঃ লিটন (২২)দ্বয়কে ০৭ গ্রাম হেরোইন এবং ৩২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, মোঃ শফিকুল ইসলাম (২৯) কে ২৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ, মোঃ আবু কালাম (৩৯) কে ১২৯ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জয় বিশ্বাস (২০), সঞ্জয় কর্মকার(২১), জ্যাকি বিশ্বাস (১৯) দেরকে ১০০ গ্রাম গাঁজা সহ, মোঃ লিটন (৪২) ও মোঃ নুর হোসেন @ নুরু(৩০) দ্বয়কে ১০ গ্রাম হেরোইন সহ, মোছাঃ শুকতারা বেগম(২৫) কে ৪ গ্রাম হেরোইন সহ আটক করে।
শাহমখদুম থানা পুলিশ মোঃ পলাশ(২৪) কে ১.৫ গ্রাম হেরোইন সহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ মোঃ আল আমিন(১৯) কে ৫ গ্রাম হেরোইন সহ আটক করে।পবা থানা পুলিশ মোঃ লিমন আলী(২৫) কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।বেলপুকুর থানা পুলিশ মোঃ মোহন ইসলাম(২২) কে ৩০ গ্রাম গাঁজা সহ আটক করে।মতিহার থানা পুলিশ শাহজামাল (৩৫) কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
রাজপাড়া থানা পুলিশ মোঃ রকি (২৫) কে ১১.২০ গ্রাম হেরোইন সহ, মোঃ কাওসার উদ্দিন শেখ (২৫) কে ২০০ বোতল ফেন্সিডিল সহ, মোঃ সানোয়ার হোসেন @ সানু (৩৬) কে ৭ গ্রাম হেরোইন সহ আটক করে।
ডিবি পুলিশ মোঃ ইমরান(৩৫) কে ৯ গ্রাম হেরোইন সহ আটক করে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস সার্বিক তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।