অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের চলমান বিমান হামলার প্রতিবাদে মার্কিন নাগরিকরা ক্ষোভের শিকার হতে পারেন- এমন শঙ্কার কথা জানিয়ে মার্কিনিদের জন্য বৈশ্বিক ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
বৃহস্পতিবার বিশ্বজুড়ে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে এক বিবৃতিতে। খবর বিবিসি’র।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা, মার্কিন নাগরিক এবং স্বার্থের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, বিক্ষোভ বা সহিংস কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় নাগরিকদের জন্য এই বৈশ্বিক সতর্কতা।
২০২২ সালের আগস্টে আফগানিস্তানের কাবুলে আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরি হত্যাকাণ্ডের পর মার্কিনিদের জন্য সর্বশেষ এমন সতর্কবার্তা দেওয়া হয়। ২০১৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ লোকজন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর হামলা চালাতে পারে জানিয়ে এ ধরনের সতর্কবার্তা দিয়েছিল ওয়াশিংটন। এছাড়া ২০০৩ সালে মার্কিন বাহিনী ইরাকে আগ্রাসন চালানোর পর বিশ্বজুড়ে থাকা নিজ দেশের নাগরিকদের চলাচলে ভ্রমণ সতর্কবার্তা জারি করেছিল দেশটি।
এবার ইসরায়েল হামাসের বিরুদ্ধে গাজায় উপত্যকায় বিমান হামলায় অবাধ সমর্থন জানিয়েছে বাইডেন প্রশাসন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে দেশটির নাগরিকদের ওপর হামলার আশঙ্কা রয়েছে।