বিশ্বকাপের মঞ্চে আজ নিজেদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চলমান বিশ্বকাপে সাকিব-লিটনদের যাত্রাটা সুখকর না হলেও প্রোটিয়াদের বিপক্ষে শেষ চার দেখার পরিসংখ্যানে বেশ ভালোভাবেই এগিয়ে রয়েছে টাইগাররা। মঙ্গলবার (২৪ অক্টোবর) শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
সর্বশেষ মুখোমুখি হওয়া চার ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটিতেই জিতেছে বাংলাদেশ। এমন সমীকরণ থেকে অনুপ্রেরণা পেতে পারে সাকিবের দল। ২০১৯ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। গত বিশ্বকাপ এবং এরপর ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ।
বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশ ২১ রানে হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকাকে। সেই ম্যাচের পর গেল বছর দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে ইতিহাস সৃষ্টি করেছিলো বাংলাদেশ। অর্থাৎ দুই দলের সর্বশেষ চার লড়াইয়ে প্রোটিয়াদের বিপক্ষে ৩-১ ব্যবধানে এগিয়ে টাইগাররা, যা ম্যাচের আগে বাড়তি অনুপ্রেরণা দিবে বাংলাদেশ দলকে।