fbpx
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাউত্তরায় ককটেল বিস্ফোরণে ৩ পুলিশ সদস্য আহত, আটক ১

উত্তরায় ককটেল বিস্ফোরণে ৩ পুলিশ সদস্য আহত, আটক ১

রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকায় আজ রোববার সকালে পুলিশের টহলরত সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী মোহাম্মদ হাসানকে আটক করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ বলেন, ককটেল নিক্ষেপের ঘটনায় হাসানকে হাতেনাতে ধরা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • পুলিশের আহত সদস্যদের মধ্যে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলী রয়েছেন বলে জানা গেছে।
  • সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দ্বিতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি
    আজ সকাল ছয়টা থেকে চলছে। আগামী মঙ্গলবার সকাল ছয়টায় এই কর্মসূচি শেষ হবে।

এর আগে প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তিনদিনের অবরোধ পালন করে বিএনপি। তার আগে ২৯ অক্টোবর দেশব্যাপী হরতাল পালন করে বিএনপি। গত কয়েকদিনের কর্মসূচিতে সারাদেশে বহু জায়গায় সংঘর্ষ হয়েছে এবং গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ফলে সরকারের পক্ষ থেকে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments