ইসলামাবাদ হাইকোর্ট সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির করা আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে মুক্তি চাওয়ার আবেদন নিয়ে সম্পূর্ণ রায় দিয়েছে। গত শুক্রবার প্রকাশিত রায়ে আদালত দায়িত্বশীল আদালতকে এই আবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে দেশের রাওয়ালপিন্ডি শহরের আদিয়ালা জেলে বন্দী রয়েছেন। ১৯ কোটি পাউন্ড তছরুপের অভিযোগে পাকিস্তানের জাতীয় দায়বদ্ধতা দফতর (এনএবি) এই দুর্নীতি মামলাটি ইমরান খান এবং বুশরা বিবির বিরুদ্ধে দায়ের করেছিল। গত বছরের মে মাসে ইমরান খানকে এই মামলায় গ্রেপ্তার করা হয়।
ইমরান খান এবং বুশরা বিবি দু’জনেই এই মামলা থেকে নির্দোষ বলে দাবি করে আবেদন করেছিলেন। কিন্তু এই বছরের শুরুতে দায়িত্বশীল আদালত এই আবেদন খারিজ করে দেয়। এরপর ইমরান খানের আইনজীবীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেন। এই আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট দায়িত্বশীল আদালতকে রায় ঘোষণা থেকে প্রাথমিকভাবে বিরত রেখেছিল।
গত শুক্রবারের রায়ে ইসলামাবাদ হাইকোর্ট দায়িত্বশীল আদালতের ইমরান খান ও বুশরা বিবির নির্দোষতার আবেদন খারিজের সিদ্ধান্ত বাতিল করেছে। হাইকোর্ট দায়িত্বশীল আদালতকে এই আবেদনটি পুনরায় বিবেচনা করার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে তথ্য-প্রমাণ পুনর্মূল্যায়ন করার ওপর জোর দিয়েছে হাইকোর্ট।