fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকজরিমানা করল পুলিশ, রাগে মাঝরাস্তায় বাইক জ্বালিয়ে দিলেন যুবক

জরিমানা করল পুলিশ, রাগে মাঝরাস্তায় বাইক জ্বালিয়ে দিলেন যুবক

ট্রাফিক আইন মেনে চলা তো দূরের কথা, মদ্যপ অবস্থায় মোটরসাইকেল নিয়ে বিপজ্জনকভাবে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন এক যুবক। বিষয়টি নজরে আসে কর্তব্যরত ট্রাফিক পুলিশের। তিনি ওই চালককে আটকে তার বাইক বাজেয়াপ্ত করতে গিয়েই বাঁধে বিপত্তি। রেগে গিয়ে নিজের বাইক পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বেলে পুড়িয়ে দেন তিনি।

গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির মালভিয়ানগরে। অভিযুক্ত যুবক রাকেশ বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ওই ব্যক্তির মদ্যপ অবস্থার প্রমাণ পাওয়ার পর নিয়মমাফিক চালান কাটেন পুলিশকর্মীরা। নতুন নিয়মমাফিক জরিমানার অঙ্কও ছিল পাহাড় প্রমাণ। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় তার মোটরসাইকেল।

কিন্তু সাধের মোটরসাইকেল পুলিশের হাতে চলে যাবে এবং এত বিশাল অঙ্কের জরিমানার বিষয়টি মোটেও মেনে নিতে পারেননি ওই ব্যক্তি। তেলে-বেগুনে জ্বলে ওঠেন তিনি।

এরপর মোটরসাইকেল ফেরত চেয়ে চেঁচামেচি করতে থাকেন। একপর্যায়ে পেট্রোল ছিটিয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন ওই ব্যক্তি। ব্যস্ত রাস্তার এক পাশে দাউ দাউ করে জ্বলতে থাকে মোটরসাইকেল। পড়ে খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। পুলিও ওই ব্যক্তিকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments