fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবিনোদনমেয়ের ডিএনএ পরীক্ষা করাতে চান চাঙ্কি!

মেয়ের ডিএনএ পরীক্ষা করাতে চান চাঙ্কি!

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার প্রতিবেদন থেকে জানা যায়, পর্দায় মেয়ের অভিনয় দক্ষতা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না চাঙ্কি। নিজের চেয়েও ভালো একজন অভিনয় শিল্পী হয়ে ওঠায় তাই মেয়ের ডিএনএ পরীক্ষা করাতে চেয়েছেন তিনি।

 
বলিউড ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতির বিষয়টি জোরালো হলেও সিনেমায় অভিনয় প্রসঙ্গে মেয়ের বিষয়ে কখনও পরিচালকদের কাছে সুপারিশ করেননি অভিনেতা। তারপরও নিজ অভিনয় গুণে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের মাটি শক্ত করে ফেলেছেন অনন্যা। যা নিয়ে বাবা হিসেবে গর্ববোধ করেন চাঙ্কি।
 
মেয়ের প্রশংসা করতে গিয়ে চাঙ্কি বলেন, চলতি বছরে অনন্যার তিনটি কাজ পর পর মুক্তি পেয়েছে। ‘খোঁ গায়ে হম কঁহা’, ‘কল মি বে’ ওয়েব সিরিজ় ও ‘কন্ট্রোল’। যার প্রতিটিতে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছেন অভিনেত্রী।
চাঙ্কি আরও বলেন, অনন্যা অসাধারণ অভিনেত্রী। ওর অভিনয় আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দেখে খুব ভালো লেগেছিল।
এরপরই ডিএনএ টেস্ট প্রসঙ্গে চাঙ্কি বলেন, ‘কল মি বে’র  সাত-আট পর্বের সিরিজ দেখলাম। পুরো সিরিজ নিজের কাঁধে বয়ে এগিয়ে নিয়ে গেছে। একা কাঁধে দায়িত্ব নিয়ে সাত-আট পর্বের সিরিজ নামানো সত্যি প্রশংসার যোগ্য। আমি এটা কখনই পারতাম না। এসব দেখে আমার মনে হয়, ওর ‘ডিএনএ’ পরীক্ষা করানো উচিত।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments