fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবিজ্ঞান ও প্রযুক্তিরিয়েলমির নিও ৭ফোন এক চার্জে চলবে ৩ দিন

রিয়েলমির নিও ৭ফোন এক চার্জে চলবে ৩ দিন

শক্তিশালী ব্যাটারির ফোন নিয়ে আন্তর্জাতিক বাজারে হাজির হচ্ছে চীনের রিয়েলমি। ফোনটির মডেল রিয়েলমি নিও ৭। এই ফোনে রয়েছে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। যা একবার ফুল চার্জ দিলে টানা তিন দিন ব্যাকআপ দেবে।

১১ ডিসেম্বর রিয়েলমি নিও৭ চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। কিছুদিন ধরে কোম্পানি এই নতুন মিড-রেঞ্জ ফোনটি নিয়ে প্রচার চালাচ্ছে। সাম্প্রতিক টিজারের ভিত্তিতে নিশ্চিত হয়েছে যে এই ফোনে বিশাল ৭০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

কোম্পানির দাবি অনুযায়ী, এই ব্যাটারি ২৩ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক, ২২ ঘণ্টা ম্যাপ ব্যবহার, ৮৯ ঘণ্টা মিউজিক প্লেব্যাক এবং ১৪ ঘণ্টা টানা ভিডিও কলিং সাপোর্ট করতে পারবে। বড় ব্যাটারির সত্ত্বেও, এই ফোনটির বডি মাত্র ৮.৫ মিমি পাতলা হবে।

রিয়েলমি নিও ৭ মডেলে গোল কোণা এবং পাঞ্চ-হোল ডিজাইনের ডিসপ্লে থাকবে। ফোনটি আইপি ৬৮ রেটেড ধুলা এবং পানি প্রতিরোধ ক্ষমতা নিয়ে আসবে। বড় ব্যাটারির কারণে ফোনের ওজন বাড়ার সম্ভাবনা থাকলেও, এটি হালকা রাখার জন্য রিয়েলমি বিশেষ টাইটান ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করেছে।

নিও ৭ শক্তিশালী মিডিয়াটেক ডায়মেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৮০ ওয়াট সুপার ভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর ফলে বড় ব্যাটারি খুব দ্রুত চার্জ হতে সক্ষম হবে।

রিয়েলমি নিও ৭ এর প্রাথমিক দাম ঠিক করা হয়েছে ২৪৯৯ ইয়েন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments