দিনের আরেক ম্যাচে চেলসির গোল উৎসব। সাউদাম্পটনের মাঠে ৫-১ গোলে জিতেছে তারা।
ম্যানচেস্টার ইউনাইটেড অপরাজিত ছিল রুবেন আমোরিম দায়িত্ব নেওয়ার পর থেকেই। চতুর্থ ম্যাচে অপরাজেয় মর্যাদা হারালো তার দল। এক বছরেরও বেশি সময় পর প্রথম লিগ হার দেখলেন স্পোর্তিং লিসবনের সাবেক কোচ। তাদেরকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান ঘুচালো আর্সেনাল।
বুধবার এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের দুটি গোলই হয়েছে কর্নার থেকে। জুরিয়েন টিম্বার উইলিয়াম সালিবা করেন গোল দুটি।
ম্যাচে বিভিন্ন সময়ে সেটপিস থেকে ম্যানইউকে অস্বস্তিতে রেখেছিল আর্সেনাল। ডেকলান রাইসের কর্নার থেকে থমাস পার্টি বলে পা ছোঁয়াতে পারেননি। এমনকি গোলমুখের সামনে দাঁড়ানো গ্যাব্রিয়েলও বল পায়ে রাখতে ব্যর্থ হন, নয়তো এগিয়ে যেতে পারতো গানাররা।
অবশ্য স্বাগতিকরা ৫৪তম মিনিটে রাইসের কর্নার থেকে টিম্বারের হেডে এগিয়ে যায়। বুকায়ো সাকার কর্নার থেকে পার্টির হেড সালিবার গায়ে লেগে ৭৩ মিনিটে জালে জড়ায়।
আর্সেনাল চেলসির সমান পয়েন্ট পেয়েও গোলব্যবধানে পিছিয়ে থেকে তিনে। ১৪ ম্যাচে দুই দলেরই সমান ২৮ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুলের (৩৫) চেয়ে সাত পয়েন্ট পেছনে তারা। অন্যদিকে আমোরিমের প্রথম হারের পর ম্যানইউ ১৯ পয়েন্ট নিয়ে ১১তম।
দিনের আরেক ম্যাচে চেলসি গোল উৎসব করেছে। সাউদাম্পটনের মাঠে ৫-১ গোলে জিতেছে তারা।
৩৯ মিনিটে জ্যাক স্টেফেন্সের লাল কার্ডে দশ জন হয়ে যাওয়া সাউদাম্পটনকে নিয়ে ছেলেখেলায় মেতে ওঠে ব্লুরা।
৭ মিনিটে অ্যাক্সেল দিসাসি চেলসিকে এগিয়ে দেন। চার মিনিট পর জো আরিবো সাউদাম্পটনকে সমতায় ফেরালেও বড় হার দেখতে হয়েছে।
প্রথমার্ধে স্বাগতিকরা ১০ জনের দল হওয়ার আগেই আরও দুটি গোল করে চেলসি। ১৭ মিনিটে ক্রিস্টোফার এনকুনকু ২-১ করেন। ননি মাদুয়েকে ৩৪ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান।
যেখান থেকে শেষ করেছিল, দ্বিতীয়ার্ধে সেখান থেকে শুরু করেছিল চেলসি। অবশ্য সুযোগের পর সুযোগ নষ্ট করে। প্রতিপক্ষের দৃষ্টিসীমার বাইরে থাকা জোয়াও ফেলিক্সের হেড পোস্ট ঘেষে বাইরে যায়। টসিন আদারাবিও একটি শট খুব কাছ থেকে মাঠের বাইরে পাঠান।
অবশেষে চেলসি চতুর্থ গোল খুঁজে পায়। দ্বিতীয়ার্ধে এনকুনকুর প্রচেষ্টা চাপ সামলাতে না পারলেও কোল পালমার ঠিকই জালে বল ঠেলে দেন। স্বাগতিক দর্শকরা স্টেডিয়াম ছাড়ার মুহূর্তে আরেকটি গোল করেন জ্যাডন সানচো। ৮৭তম মিনিটে মালো গুস্তোর কাছ থেকে পাস নিয়ে লক্ষ্যভেদ করেন, তাতে চেলসি টানা তৃতীয় লিগ ম্যাচ জেতে।