গাজীপুরে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটিয়েছে পোশাক শ্রমিক সুমন(ছদ্মনাম) নামের এক যুবক। ভুক্তভোগী ওই গৃহবধূর বাড়ি ধুনট উপজেলায়। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছেন।
সে ও তার স্বামী দুজনই গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে । সেখানে তারা ভাড়া বাসায় থাকতেন।
হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ বলেন, প্রায় দুই মাস ধরে তার স্বামী তাকে একধরনের ট্যাবলেট কিনে সেবন করিয়ে আসছিলেন। ওই ওষুধ সেবন করলে শরীর সুস্থ থাকবে বলে তাকে বলা হয়েছিলো । পরে ওই ওষুধের ব্যাপারে তার মনে সন্দেহের সৃষ্টি হলে সে কৌশলে জানতে পারেন, ওই ট্যাবলেট হলো যৌন উত্তেজক। এ নিয়ে গত বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার বাড়িতে ফিরে আসেন। পরে পরিবারের সহযোগিতায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিপন কুমার বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আগুন দিয়ে ছ্যাঁকা দেয়ায় ফোসকা পড়েছে ও তার চিকিৎসা চলছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই একদল পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেয়েটির চিকিৎসার খোঁজখবর নিয়েছে। যেহেতু ঘটনাটি গাজীপুর এলাকায় ঘটেছে, তাই আমরা তাকে সেখানকার থানায় আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।