fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঢাকাঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি'তে শব্দদূষণের প্রতিবাদে অভিনব পন্থায় শিক্ষার্থীদের প্রতিবাদ

ঢাবি’তে শব্দদূষণের প্রতিবাদে অভিনব পন্থায় শিক্ষার্থীদের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় নিয়মিত  অতিরিক্ত শব্দদূষণের প্রতিবাদে এবার উপাচার্যের বাসভবনের সামনে গান বাজিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ও রোকেয়া হলের শিক্ষার্থীদের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে যোগ দেন।

শিক্ষার্থীরা জানায়, নানা কর্মসূচির মাধ্যমে বারবার প্রতিবাদ জানিয়েও তারা কোনো সুফল পাননি। প্রতিবার আশ্বাস দিয়ে উপাচার্য এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। ফলে উপাচার্যের ‘ঘুম’ ভাঙাতে তারা গান বাজিয়ে প্রতিবাদ করছেন।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের আলোচনার পর প্রশাসন থেকে বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পীকার, মাইক, গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পীকার এবং মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

বিবৃতি দেওয়ার পর শিক্ষার্থীরা ৩ দিনের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments