আলু, পেঁয়াজ, সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। হিমশিম খাচ্ছেন ভোক্তারা। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছে শেরপুরের ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়শন অব বাংলাদেশ (ক্যাব)। এ সংগঠনটি প্রতিবাদী মানববন্ধনও করেছে।
গতকাল শনিবার সকালে শহরের খরমপুর মোড়ে এ কর্মসূচি পলিত হয়। ক্যাব সভাপতি সুশীল মালাকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাকিম বাবুল, সিপিবি জেলা সভাপতি দেবদাস চন্দ বাবু, জনউদ্যোগের আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তারা সিন্ডিকেট করে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টিকারী দুর্নীতিবাজ ও মুনাফালোভী ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। যদিওবা ১৬৫ থেকে ১৮০ টাকা কেজি দরে বিভিন্ন ব্র্যান্ডের কিছু সয়াবিন তেল মিলছে, তবুও সেই তেলের সঙ্গে ওই কোম্পানির অন্যান্য ভোগ্যপণ্য কিনতে বাধ্য করা হচ্ছে।