fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল দুই নারীর

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল দুই নারীর

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামে একটি ডুপ্লেক্স বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মহেরুন্নেসা (৬৫) ও কুটি বেগম (৬০) নামে দুই নারীর মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিবাগত ভোর রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহসভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে ডুপ্লেক্স বাড়ির পুরোটাই পুড়ে গেছে বলে।

উল্লেখ্য যে, আ’লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা কয়েকটি মামলার আসামি জেলা যুবলীগ সহসভাপতি শেখ রুমেল আহমদ। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন। সদর উপজেলার মোস্তফাপুরের বাড়িতে তার মা ও চাচি অবস্থান করছিলেন। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধোঁয়ায় সব ঘর আচ্ছন্ন হয়ে যাওয়ায় ওই দুই নারী বের হতে পারেননি।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনাস্থল থেকে ওই দুই নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জেলা ফায়ার স্টেশন অফিসার যীশু তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত জানান, নিহত দুই নারীর শরীরে পুড়ে যাওয়ার কোনো ক্ষত দেখা যায়নি। ফলে ধারণা করা হচ্ছে, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতে পারেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০-২৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হতে পারে। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা সম্ভব বলেও জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments