fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকবাংলাদেশর‍্যাব বিলুপ্তির দাবি ফরহাদ মজহারের

র‍্যাব বিলুপ্তির দাবি ফরহাদ মজহারের

আওয়ামী লীগ সরকারের গুম-খুনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিলুপ্তির দাবি তুলেছেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার।

রোববার (৮ ডিসেম্বর) পিলখানায় জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, র‍্যাবকে দ্রুত বিলুপ্ত করতে হবে। আর বিজিবিকে বর্ডার গার্ড নয়, সৈনিক হিসেবে মর্যাদা দিতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করার প্রকল্প নিয়েই ভার‍ত আওয়ামী খুনিদের দিল্লিতে জায়গা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ারও জোর দাবি জানান তিনি। এ সময় নাগরিকদের জন্য সেনা প্রশিক্ষণেরও দাবি জানান তিনি।

এ সময় ভারতীয়দের জবাব দিতে হলে প্রতিটি নাগরিককে মিলিটারি প্রশিক্ষণ দিতে হবে। ভারতের বর্তমান প্রোপাগান্ডা নিছক মিথ্যাচার নয়, এটা ভারতের তরফ থেকে সামরিক প্রস্তুতি। তাই আমাদেরও প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments