fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজনীতিপ্রেসিডিয়াম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী  আগামী ৩০ নভেম্বর কাউন্সিলঃ জিএম কাদের

প্রেসিডিয়াম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী  আগামী ৩০ নভেম্বর কাউন্সিলঃ জিএম কাদের

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, প্রেসিডিয়াম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী  আগামী ৩০ নভেম্বর কাউন্সিল অনুষ্ঠিত হবে।  শনিবার দুপুরে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাপার (কাজী জাফর) নেতা এ আর আহমেদ সেলিমের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, ম্যাডামকে আমরা সর্বোচ্চ আসনে রাখবো। পদ-পদবি পেলেই কেউ বড় হয়ে যায় না। আমরা জাতীয় পার্টি ভাঙতে দিতে দেব না। সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। আশা করি ম্যাডাম বুঝতে পারবেন নেতাকর্মীরা কি চায়।

আরেক প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম এমপি বলেন, কুমিল্লার মানুষ বুঝতে পেরেছেন জাতীয় পার্টিতে জি এম কাদের সাহেব কে কত দরকার। তার নেতৃত্ব জাতীয় পার্টি এগিয়ে যাবে। বাইরে থেকে আপনারা যেসব কথা শুনছেন তা বিশ্বাস করবেন না। জাতীয় পার্টি এগিয়ে যাবে।

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টির ফাটল ধরেছে। বিরোধীদলীয় নেতা আর পার্টির চেয়ারম্যান পদ নিয়ে রশি টানাটানিতে এখানকার নেতাকর্মীরা দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। এরই মধ্যে কেউ রওশনপন্থী আবার কেউ জিএম কাদেরপন্থীর তকমাও পেয়েছেন। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। তাই প্রশ্ন উঠেছে- জাতীয় পার্টির নিয়ন্ত্রণ এখন কার হাতে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments