fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধটঙ্গীর দত্তপাড়ায় মাদকসহ দম্পতি আটক

টঙ্গীর দত্তপাড়ায় মাদকসহ দম্পতি আটক

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় মাদকসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন মো. মেহেদী হাসান (৩৮) ও লক্ষী বেগম (৩৫)। এঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আজ শনিবার দুপুরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, বি-বাড়িয়া আখাউড়া এলাকার বাসিন্দা লক্ষী বেগম ও তার স্বামী মেহেদী হাসান সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে আসে এবং টঙ্গী দত্তপাড়া বাইতুল ফজল মসজিদের পাশে শাহাদাতের বাড়িতে রুম ভাড়া নিয়ে দিনের পর দিন মাদক বিক্রি করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানার এসআই শুভ মণ্ডলসহ একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করে। এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments