টাইগারদের দেয়া ২৯৫ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫০ রান তোলার আগেই তারা ২ উইকেট তারা।
শুরুতে ব্যাট করে ক্যারিবীয়দের সামনে বড় লক্ষ্য দাঁড় করা বাংলাদেশ। যদিও তানজিদ হাসান তামিম আর মেহেদী হাসান মিরাজের জোড়া অর্ধশতকের পরও ১৯৮ রানে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে জাকের আলী আর মাহমুদউল্লাহ রিয়াদের অসাধারণ এক জুটি।
ঝোড়ো যে জুটিতে ভর করেই মূলত বড় পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। ৬ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে ২৯৪ রান তোলে টাইগাররা।
৪৩ বলে ক্যারিয়ারের ৩০তম ফিফটি পূর্ণ করেন মাহমুদউল্লাহ। ওয়ানডেতে প্রথম হাফসেঞ্চুরির সুযোগ ছিল জাকেরেরও। কিন্তু ইনিংসের ২ বল বাকি ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন তিনি।
তাতেই ভাঙে ৭৪ বলে ৯৬ রানের মারকুটে জুটি। ৪০ বলে ৩টি করে চার-ছক্কায় ৪৮ রানে সাজঘরে ফেরেন জাকের। ৪৪ বলে ৫০ রানে মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ৩টি করে চার-ছক্কায়।