fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজনীতিদেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় জাতিকে ঐক্যবদ্ধের আহ্বান

দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় জাতিকে ঐক্যবদ্ধের আহ্বান

দেশি-বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। আওয়ামী লীগ মানুষের ওপর সীমাহীন জুলুম করেছিল বলেই তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন আজ বাংলাদেশকে অক্টোপাসের মতো আটকে ধরেছে।

রোববার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ আয়োজিত ‘কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় চরমোনাই পীর বলেন, ৫ আগস্টের পরে দেশের আলেম-ওলামাদের দায়িত্ব বহুগুণে বেড়ে গিয়েছে। আলেম ওলামাদের প্রতি মানুষের প্রত্যাশাও বেড়েছে। মতাদর্শীক অবস্থানের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ রাজনীতি কৌশলনীতি গভীরভাবে চিন্তা করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট জেলা সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজুর সভাপতিত্বে ও মহানগর সভাপতি হাফিজ মাওলানা আসাদউদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, তালিমুল ইসলাম ইনস্টিটিউট ঢাকার পরিচালক মাওলানা লুতফুর রহমান ফরায়েজী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুদ্দিন খান তাভীর প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments